তিন গ্রামের মানুষের ভরসা গাছের সাঁকোগাজীপুরের শ্রীপুর সদরের দুই কিলোমিটার দূরের তিনটি গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র ভরসা দুটি শালগাছ দিয়ে তৈরী সাঁকো। কয়েক বছর ধরে নিজেদের প্রয়োজনীয়তায় দুটি শাল গাছ দিয়ে গ্রামবাসীরা স্থানীয় সেরার খালের (স্থানীয় ডাকনাম) ওপর এই সাঁকোটি নির্মাণ করে পারাপার হয়ে আসছেন। চারদিকে উন্নত সভ্যতার ছোঁয়া লাগলেও এখানে যোগাযোগ ব্যবস্থার এমন প্রতিবন্ধকতায় […]